চাকরি দিচ্ছে আনোয়ার একাডেমি

রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়

চাকরি দিচ্ছে আনোয়ার একাডেমি

আনোয়ার একাডেমি (১ম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত), গ্রাম: কান্দিগাঁও, ডাক: টুকেরবাজার, উপজেলা: সদর সিলেট এর জন্য বি.এস- সি

(গণিত) এবং ইংরেজী (অনার্স/ মাষ্টার্স) ২ জন সহকারী শিক্ষক আবশ্যক।

বিজ্ঞপ্তি প্রকাশের এক সপ্তাহের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরফর্দ ও এনআইডি কার্ডের ফটোকপিসহ উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র

আহবান করা হচ্ছে। বেতন আলোচনা সাপেক্ষে ।

প্রধান শিক্ষক

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে আনোয়ার একাডেমি

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১১ ফেব্রুয়ারি ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।