
চাকরি দিচ্ছে আর্মি মেডিকেল কলেজ বগুড়া
পদ সংখ্যা-০৯জন
আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৮ এপ্রিল ২০২৩ তারিখ অফিস চলাকালীন সময় (১৪৩০) এর মধ্যে চীফ এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল
কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবেঃ (১) চীফ
এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাস্ত (কম্পিউটারে টাইপকৃত) www.amcb.edu.bd ওয়েবসাইট হতে সংগৃহিত
ব্যক্তিগত তথ্যাবলী সংক্রান্ত দুই পাতার নির্ধারিত ফরমের পূরণকৃত কপি। (৩) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি। অন্য
কাগজপত্র যুক্ত করার প্রয়োজন নাই। (৪) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (৫) সম্প্রতি তোলা ৫ কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি, মোবাইলে
তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয় । (৬) অনলাইন ব্যাংকিং আছে এমন যে কোন তফসিলি ব্যাংক হতে ট্রাস্ট ব্যাংক লিঃ, বগুড়া সেনানিবাস
শাখার অনুকূলে চীফ এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর রেজিস্ট্রার/ প্রভাষক/ হিসাবরক্ষণ কর্মকর্তা পদের জন্য
৮০০/- এবং ডিসপাস রাইডার পদের জন্য ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। (খ) চাকুরিরত
প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে। (গ) খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। (ঘ) লিখিত পরীক্ষা/
সাক্ষাতকারের তারিখ ও সময় মোবাইলের মাধ্যমে জানানো হবে। চীফ এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া। সূত্রঃ
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
ইত্তেফাক ৩১/০৩/২০২৩ (পঃ ১১)