চাকরি দিচ্ছে এস.এস.আই.টি-ফাউন্ডেশন

বুধবার, আগস্ট ২, ২০২৩
চাকরি দিচ্ছে চাকরি দিচ্ছে তহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই

চাকরি দিচ্ছে এস.এস.আই.টি-ফাউন্ডেশন

‘সমাজসেবা অধিদপ্তর’-নিয়ন্ত্রিত ‘S.S. IT – Foundation’ পরিচালিত ‘Health Education Project’ কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে

‘Health Education Organizer’ পদে নিয়োগের লক্ষ্যে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে SSC পাশ কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত

এমন শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা/চিকিৎসাখাত নিয়ে উদ্দমী (অত্র সংস্থার নিজস্ব Nursing, MATS / IHT, CP ও Caregiver Institute এর

মাধ্যমে অধ্যয়ন-প্রশিক্ষণ-গবেষণা-ইন্টার্ণী) সংশ্লিষ্ট মেডিকেল কার্যক্রমে সম্পৃক্ত হতে আগ্রহীদের ডাকযোগে/কুরিয়ারে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
সুবিধাদী : ১. অধ্যয়ন-প্রশিক্ষণ-গবেষণা-ইন্টার্ণী সংশ্লিষ্ট ‘Health Education’ প্রকল্পে কাজের জন্য সন্তোষজনক সম্মানী প্রদান করা হবে। ২.

সংস্থার নিজস্ব অর্থায়নে নিয়োগপ্রাপ্তদের Passport, IELTS ও নিকটতম সহজলভ্য দেশসমূহে Tour এর ব্যবস্থা করা হবে। ৩. সংস্থা কর্তৃক

Nursing/Caregiver সুবিধায় বহির্গমন ব্যবস্থা রয়েছে ।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে এস.এস.আই.টি-ফাউন্ডেশন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ০২ আগষ্ট ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।