
চাকরি দিচ্ছে এস.এস.আই.টি-ফাউন্ডেশন
‘সমাজসেবা অধিদপ্তর’-নিয়ন্ত্রিত ‘S.S. IT – Foundation’ পরিচালিত ‘Health Education Project’ কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে
‘Health Education Organizer’ পদে নিয়োগের লক্ষ্যে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে SSC পাশ কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত
এমন শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা/চিকিৎসাখাত নিয়ে উদ্দমী (অত্র সংস্থার নিজস্ব Nursing, MATS / IHT, CP ও Caregiver Institute এর
মাধ্যমে অধ্যয়ন-প্রশিক্ষণ-গবেষণা-ইন্টার্ণী) সংশ্লিষ্ট মেডিকেল কার্যক্রমে সম্পৃক্ত হতে আগ্রহীদের ডাকযোগে/কুরিয়ারে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
সুবিধাদী : ১. অধ্যয়ন-প্রশিক্ষণ-গবেষণা-ইন্টার্ণী সংশ্লিষ্ট ‘Health Education’ প্রকল্পে কাজের জন্য সন্তোষজনক সম্মানী প্রদান করা হবে। ২.
সংস্থার নিজস্ব অর্থায়নে নিয়োগপ্রাপ্তদের Passport, IELTS ও নিকটতম সহজলভ্য দেশসমূহে Tour এর ব্যবস্থা করা হবে। ৩. সংস্থা কর্তৃক
Nursing/Caregiver সুবিধায় বহির্গমন ব্যবস্থা রয়েছে ।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০২ আগষ্ট ২০২৩ইং