
চাকরি দিচ্ছে ছাতক জালালিয়া ফাজিল মাদরাসা
ছাতক জালালিয়া ফাজিল মাদরাসা, ডাকঘর ও উপজেলা : ছাতক, জেলা : সুনামগঞ্জ এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল
কাঠামো ও এমপিও নীতিমালা- ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী ১. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর,
বেতন গ্রেড-১৬, আলিম/এইচএসসি/সমমান। আরবি কম্পিউটার অপারেটিং এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে। ২.
গবেষণাগার/ল্যাব সহকারী, বেতন গ্রেড-১৮, কম্পিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে দাখিল/এসএসসি/সমমান।
৩. নৈশ প্রহরী, বেতন গ্রেড-২০, জেডিসি/জেএসসি/সমমান ১ জন করে আবশ্যক। একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নহে। ৫০০/= টাকার
ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের শেষ তারিখ ০৪/০৭/২০২৩ইং বিকাল ৫.০০ ঘটিকা।
অধ্যক্ষ 01712-751425
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৩ জুন ২০২৩ইং