চাকরি দিচ্ছে ছাতক জালালিয়া ফাজিল মাদরাসা

মঙ্গলবার, জুন ১৩, ২০২৩
চাকরি দিচ্ছে ছাতক জালালিয়া ফাজিল মাদরাসা

চাকরি দিচ্ছে ছাতক জালালিয়া ফাজিল মাদরাসা

ছাতক জালালিয়া ফাজিল মাদরাসা, ডাকঘর ও উপজেলা : ছাতক, জেলা : সুনামগঞ্জ এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল

কাঠামো ও এমপিও নীতিমালা- ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী ১. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর,

বেতন গ্রেড-১৬, আলিম/এইচএসসি/সমমান। আরবি কম্পিউটার অপারেটিং এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে। ২.

গবেষণাগার/ল্যাব সহকারী, বেতন গ্রেড-১৮, কম্পিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে দাখিল/এসএসসি/সমমান।

৩. নৈশ প্রহরী, বেতন গ্রেড-২০, জেডিসি/জেএসসি/সমমান ১ জন করে আবশ্যক। একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নহে। ৫০০/= টাকার

ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের শেষ তারিখ ০৪/০৭/২০২৩ইং বিকাল ৫.০০ ঘটিকা।
অধ্যক্ষ 01712-751425

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে ছাতক জালালিয়া ফাজিল মাদরাসাসূত্র: দৈনিক সিলেটের ডাক ১৩ জুন ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।