
চাকরি দিচ্ছে জয়বুননেছা গার্লস হাইস্কুল
সরকারী বিধি মোতাবেক জয়বুননেছা গার্লস হাইস্কুল, গ্রাম: আহমদনগর, ধারণ পোঃ নাজির বাজার, উপজেলা: ওসমানীনগর, জেলা: সিলেট
এর জন্য ১ জন নিরাপত্তা কর্মী, ০১ জন পরিচ্ছন্নতা কর্মী, ০১ জন নৈশ প্রহরী, ০১জন আয়া ও ০১ জন অফিস সহায়ক আবশ্যক।
সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর উল্লেখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে আবেদন পাঠাতে হবে।
প্রধান শিক্ষক
01745-258910
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৪আগষ্ট ২০২৩ইং