চাকরি দিচ্ছে জয়বুননেছা গার্লস হাইস্কুল

সোমবার, আগস্ট ১৪, ২০২৩
চাকরি দিচ্ছে জয়বুননেছা গার্লস হাইস্কুল

চাকরি দিচ্ছে জয়বুননেছা গার্লস হাইস্কুল

সরকারী বিধি মোতাবেক জয়বুননেছা গার্লস হাইস্কুল, গ্রাম: আহমদনগর, ধারণ পোঃ নাজির বাজার, উপজেলা: ওসমানীনগর, জেলা: সিলেট

এর জন্য ১ জন নিরাপত্তা কর্মী, ০১ জন পরিচ্ছন্নতা কর্মী, ০১ জন নৈশ প্রহরী, ০১জন আয়া ও ০১ জন অফিস সহায়ক আবশ্যক।
সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর উল্লেখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে আবেদন পাঠাতে হবে।

প্রধান শিক্ষক

01745-258910

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে জয়বুননেছা গার্লস হাইস্কুল

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৪আগষ্ট ২০২৩ইং

চাকরি দিচ্ছে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।