
চাকরি দিচ্ছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুল
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুল (এমপিওভুক্ত), গ্রাম: দাউদপুর, পোঃ রেজা দাউদপুর, উপজেলা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট-এ জনবল
কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ সরকারি বিধি মোতাবেক নিম্ন বর্ণিত শূন্য পদে লোক নিয়োগ করা হবে।
(১) প্রধান শিক্ষক ০১ জন, (২) কম্পিউটার ল্যাব অপারেটর ০১ জন, (৩) অফিস সহায়ক ০১ জন, (৪) আয়া ০১ জন। শুধুমাত্র প্রধান শিক্ষক
পদের জন্য ১০০০/= টাকা ও কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য ৫০০. টাকা বিদ্যালয়ের অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য)
আবেদনের সাথে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীগণ সদ্যতোলা ৩ কপি ছবি, প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রাদির সত্যায়িত কপিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক
বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ২০ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদনপত্র দাখিল করুন।
সভাপতি
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুল
গ্রাম: দাউদপুর, পো: রেঙ্গা দাউদপুর, উপজেলা: দক্ষিণ সুরমা, সিলেট।
সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৯ নভেম্বর ২০২৩ইং