
চাকরি দিচ্ছে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ রোড, পাঠানটুলা, সিলেট।
মোবাইলঃ ০১৭৭৯৯০০০১৬ (মেইন অফিস), ০১৭৭৯৯০০৮৭০ (অধ্যক্ষের অফিস)
ই-মেইল: [email protected] ওয়েব সাইট: www.jrrmc.edu.bd
১। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট এর নিম্নলিখিত বিভাগ সমূহে পার্শ্বে দেখানো পদে নিয়োগের নিমিত্ত্বে
আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাইতেছেঃ
২। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ২৩শে মার্চ ২০২৩ইং তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবরে প্রেরণ করিতে হইবে।
আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি সত্যায়িত ছবিসহ বায়োডাটা, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশীট,
সকল প্রফেশনাল পরীক্ষার মার্কশীট, ইন্টার্ণশীপ ট্রেনিং সম্পন্নের সনদপত্র, বিএমডিসি’র হালনাগাদ রেজিষ্ট্রেশন, নাগরিকত্ব সনদপত্র এবং
অভিজ্ঞতা সনদসহ
অন্যান্য সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে। চাকুরীরত প্রার্থীদের যথাযথঃ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।
অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হইবে।
অধ্যাপক মোঃ আবেদ হোসেন
অধ্যক্ষ
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৪ মার্চ ২০২৩ইং