চাকরি দিচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিঃ

শনিবার, নভেম্বর ৪, ২০২৩
চাকরি দিচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিঃ

চাকরি দিচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিঃ

দেশের ঔষধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং নেতৃস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিঃ-এ নিম্মোক্ত

পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৮ নভেম্বর, ২০২৩ ইং তারিখের মধ্যে পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন, দি একমি ল্যাবরেটরিজ

লিঃ এর বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং

লাইসেন্সের ফটোকপি সহ কোর্ট-ডি-লা একমি, ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ ঠিকানায় জমা দেয়ার জন্য

অনুরোধ করা হলো।

খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিঃচাকরি দিচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিঃ
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৩ নভেম্বর ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।