
চাকরি দিচ্ছে নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজ
নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজ, কলাবাগান, ডাক-বিরাহিমপুর-৩১০৬, উপ- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এর জন্য সর্বশেষ এমপিও
নীতিমালা অনুযায়ী একজন করে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক ও আয়া এবং কলেজ শাখায় খন্ডকালীন প্রভাষক তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি, পৌরনীতি ও সুশাসন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং সমাজকর্ম পদে আবশ্যক।
কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৫০০/- এবং অফিস সহায়ক ও আয়া ৩০০/- টাকার পে-অর্ডার / ড্রাফুট অগ্রণী ব্যাংক জালালপুর শাখা
সিলেট এর অনুকূলে জমা করতঃ আগ্রহী প্রার্থীগণকে ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজ পত্রাদিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে
আবেদন করতে হবে।
অধ্যক্ষ
০১৩০৯-১৩০৪৮১
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৬ এপ্রিল ২০২৩ইং