
চাকরি দিচ্ছে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, সিলেট-এর জন্য নিম্নে বর্ণিত পদে সহকারী অধ্যাপক
নিয়োগ করা হইবে ।
১) আগ্রহী প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ
নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে আবেদন করিতে হইবে। ২) সাক্ষাতকারের জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হইবে না।
৩) দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ৩০.১১.২০২৩ইং। ৪) সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হইবে ।
অধ্যক্ষ
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, সিলেট ফোন : ০২৯৯৬৬৩৫১৮৮, ০২৯৯৬৬৩৫১৮০-২
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২১ নভেম্বর ২০২৩ইং