
চাকরি দিচ্ছে পালপুর জালালীয়া আলিম মাদরাসা
পালপুর জালালীয়া আলিম মাদরাসা, ডাক : দোলারবাজার (৩০৮৩), উপজেলা : ছাতক, জেলা : সুনামগঞ্জ এর জন্য জনবল কাঠামো ও
এমপিও নীতিমালা- ২০১৮ (২৩ শে নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী একজন করে শূন্যপদে নৈশ প্রহরী, গ্রেড-২০, সৃষ্টপদে আয়া,
গ্রেড-২০, জেডিসি/জেএসসি/সমমান) ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড-১৬, আলিম/এইচএসসি/সমমান আরবি
কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন আবশ্যক। ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট এবং শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ
প্রার্থীদের আগামি ১০/০৮/২০২৩ইং বিকাল ৫ ঘটিকার মধ্যে অধ্যক্ষ বরাবরে আবেদন করতে হবে।
অধ্যক্ষ
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৬ জুলাই ২০২৩ইং