
চাকরি দিচ্ছে বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ
বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডাক : বুধবারীবাজার, গোলাপগঞ্জ, সিলেটের জন্য নন এম.পি.ও ভুক্ত কলেজ শাখায় বিধিমোতাবেক প্রতি পদের জন্য একজন করে বিএ ও বি.কম অনার্স/বি.এ ও বি.কম অনার্স মাস্টার্স প্রভাষক আবশ্যক।
চাকরি দিচ্ছে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ
বিষয়গুলো নিম্নরূপ : (১) বাংলা, (২) ইংরেজী (৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, (৪) পৌরনীতি ও সুশাসন (৫) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৬) সমাজকর্ম (৭) হিসাব বিজ্ঞান (৮) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (৯) উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (১০) কৃষিশিক্ষা। আলোচনা সাপেক্ষে প্রভাষকগণকে আকর্ষণীয় বেতন-ভাতা দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্রাদি ও ছবিসহ আগামী ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন পৌঁছাতে হবে।
সভাপতি
01914227599
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ০১৭১৫২৭২৭০৮