চাকরি দিচ্ছে বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ

মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩
চাকরি দিচ্ছে মডার্ণ জেনারেল হসপিটাল

চাকরি দিচ্ছে বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ

বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডাক : বুধবারীবাজার, গোলাপগঞ্জ, সিলেটের জন্য নন এম.পি.ও ভুক্ত কলেজ শাখায় বিধিমোতাবেক প্রতি পদের জন্য একজন করে বিএ ও বি.কম অনার্স/বি.এ ও বি.কম অনার্স মাস্টার্স প্রভাষক আবশ্যক।

চাকরি দিচ্ছে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ

বিষয়গুলো নিম্নরূপ : (১) বাংলা, (২) ইংরেজী (৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, (৪) পৌরনীতি ও সুশাসন (৫) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৬) সমাজকর্ম (৭) হিসাব বিজ্ঞান (৮) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (৯) উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (১০) কৃষিশিক্ষা। আলোচনা সাপেক্ষে প্রভাষকগণকে আকর্ষণীয় বেতন-ভাতা দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্রাদি ও ছবিসহ আগামী ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন পৌঁছাতে হবে।

সভাপতি

01914227599

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ০১৭১৫২৭২৭০৮

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৫আগষ্ট ২০২৩ইং

চাকরি দিচ্ছে শাহজালাল উচ্চ বিদ্যালয়

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।