
চাকরি দিচ্ছে বুদ্ধিমন্তপুর মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০১৮ (১২ মে, ২০২১ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সর্বশেষ
নিয়োগ বিধিমোতাবেক বুদ্ধিমন্তপুর মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা (দাখিল এমপিও ভুক্ত) ডাক : বুদ্ধিমন্তপুর, উপজেলা ও জেলা :
মৌলভীবাজারের জন্য ০১ (এক) জন সুপার, ০১ (এক) জন নিরাপত্তাকর্মী ও ০১ (এক) জন আয়া আবশ্যক। সুপার পদে ১,০০০/- (এক
হাজার) টাকা, নিরাপত্তাকর্মী ও আয়া পদে ৫০০/- (পাঁচশত) টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের
১৫ (পনের) দিনের মধ্যে ভারপ্রাপ্ত সুপার বরাবর আবেদন করতে হবে। উল্লেখ্য, পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই ।
ভারপ্রাপ্ত সুপার
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র; দৈনিক জালালাবাদ ১৫ ফেব্রুয়ারি ২০২৩ইং