চাকরি দিচ্ছে মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়

মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩
মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়

চাকরি দিচ্ছে মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ জনবল কাঠামো এম. পি. ও. নীতিমালা ২০২১ অনুযায়ী মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাক ও

উপজেলা শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার । এর জন্য নিয়োগ বিধি মোতাবেক নিম্নে বর্ণিত শূন্যপদে লোক নিয়োগ করা হবে ।
সাধারণ শাখায়

০১। সহকারী প্রধান শিক্ষক (বিধি মোতাবেক )

০২। নৈশ প্রহরী -০১ জন ( শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী ) কারিগরী শাখায় :

০৩। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ( ট্রেড এ্যাসিসট্যান্ট ) -০১ জন ০৪। প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ( ট্রেড এ্যাসিসট্যান্ট ) ০১ জন –

ট্রেড এ্যাসিসট্যান্ট পদের প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচ.এস.সি. ( ভোকেশনাল / ব্যবসায় ব্যবস্থাপনা) ২য় বিভাগ

(সমমান সিজিপিএ) যোগ্যতা সম্পন্ন হতে হবে । সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি ৩য় বিভাগ / শ্রেনী সমমান গ্রহন যোগ্য নয় । ক্রমিক নং ০১

এর জন্য ৩০০০/- টাকা বাকি সব পদের জন্য ( ১০০০/- টাকা ) ব্যাংক ড্রাফট / পে অর্ডার/ অফেরতযোগ্য আবেদনের সাথে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করুন।

প্রধান শিক্ষক

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন


চাকরি দিচ্ছে মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়

সূত্র: দৈনিক জালালাবাদ ১৪ মার্চ ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।