
চাকরি দিচ্ছে মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ জনবল কাঠামো এম. পি. ও. নীতিমালা ২০২১ অনুযায়ী মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাক ও
উপজেলা শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার । এর জন্য নিয়োগ বিধি মোতাবেক নিম্নে বর্ণিত শূন্যপদে লোক নিয়োগ করা হবে ।
সাধারণ শাখায়
০১। সহকারী প্রধান শিক্ষক (বিধি মোতাবেক )
০২। নৈশ প্রহরী -০১ জন ( শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী ) কারিগরী শাখায় :
০৩। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ( ট্রেড এ্যাসিসট্যান্ট ) -০১ জন ০৪। প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ( ট্রেড এ্যাসিসট্যান্ট ) ০১ জন –
ট্রেড এ্যাসিসট্যান্ট পদের প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচ.এস.সি. ( ভোকেশনাল / ব্যবসায় ব্যবস্থাপনা) ২য় বিভাগ
(সমমান সিজিপিএ) যোগ্যতা সম্পন্ন হতে হবে । সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি ৩য় বিভাগ / শ্রেনী সমমান গ্রহন যোগ্য নয় । ক্রমিক নং ০১
এর জন্য ৩০০০/- টাকা বাকি সব পদের জন্য ( ১০০০/- টাকা ) ব্যাংক ড্রাফট / পে অর্ডার/ অফেরতযোগ্য আবেদনের সাথে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করুন।
প্রধান শিক্ষক
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক জালালাবাদ ১৪ মার্চ ২০২৩ইং