চাকরি দিচ্ছে মহলাল উচ্চ বিদ্যালয়

সোমবার, এপ্রিল ৩, ২০২৩
চাকরি দিচ্ছে মহলাল উচ্চ বিদ্যালয়

চাকরি দিচ্ছে মহলাল উচ্চ বিদ্যালয়

মহলাল উচ্চ বিদ্যালয়, ডাকঘর : মনসুরনগর, উপজেলা : রাজনগর, জেলা মৌলভীবাজার এ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগ

সংক্রান্ত সরকারের জারীকৃত সর্বশেষ নীতিমালা অনুযায়ী ০১। ট্রেড এ্যাসিসটেন্ট (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস), ০২। ট্রেড এ্যাসিসটেন্ট

(আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিক), ০৩। কম্পিউটার ল্যাব অপারেটর, ০৪। অফিস সহায়ক, ০৫। নিরাপত্তাকর্মী, ০৬। পরিচ্ছন্নতা কর্মী,

০৭। আয়া । প্রত্যেক পদে ০১ (এক) জন করে লোক নিয়োগ করা হবে। আগ্রহীরা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক

বরাবর আবেদন

করুন।
প্রধান শিক্ষক

 

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে মহলাল উচ্চ বিদ্যালয়
সূত্র: দৈনিক জালালাবাদ ০৩ এপ্রিল ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।