চাকরি দিচ্ছে মাহমুদ আহমদ আকদ্দছ আলী একাডেমি খানুয়াত

মঙ্গলবার, মে ১৬, ২০২৩
ইউনাইটেড উচ্চ বিদ্যালয়

চাকরি দিচ্ছে মাহমুদ আহমদ আকদ্দছ আলী একাডেমি খানুয়াত

মাহমুদ আহমদ আকদ্দছ আলী একাডেমি খানুয়া, মোল্লারগাঁও, দক্ষিণ সুরমা, সিলেটে নিম্নলিখিত পদে শিক্ষক নিয়োগ করা হবে। সহকারী

শিক্ষক (সাধারণ) স্নাতক পাশ, সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) কামিল পাশ। সকল পদে ১/২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনপত্রের

সাথে ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ও সকল সনদের ফটো কপি সংযুক্ত করে আগামী ২০/০৫/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১ ঘটিকার সময়

বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।

সভাপতি মছব্বির আহমদ ০১৯১৩-৮০৩৩৪৮/০১৭১১-১৭৬৪৮৬

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি-দিচ্ছে-মাহমুদ-আহমদ-আকদ্দছ-আলী-একাডেমি-খানুয়াত
সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৬ মে ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।