
চাকরি দিচ্ছে মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসা
সরকারী বিধি মোতাবেক মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসা কাইড়ঘাট (এমপিওভুক্ত) ডাক : দেওকলস, উপজেলা : বিশ্বনাথ, জেলা : সিলেট এর
জন্য শূন্য ও নবসৃষ্ট পদে ১ জন করে সুপার, সহ সুপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তাকর্মী ও আয়া (মহিলা)
আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার (ভারপ্রাপ্ত)/সভাপতি বরাবরে আবেদন করুন।
সভাপতি ০১৭১২ ১৫৬৯৫৯
(মাওঃ) মোঃ খালিছুর রহমান সুপার (ভারপ্রাপ্ত) ০১৭১২ ৬৬৪৮৮৭
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২২ মে ২০২৩ইং