চাকরি দিচ্ছে মীরপুর পাবলিক হাইস্কুল

বুধবার, মে ১৭, ২০২৩
মীরপুর পাবলিক হাইস্কুল

মীরপুর পাবলিক হাইস্কুল, ডাক: এ.বি কাপন, (৩০৬২), উপজেলা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ। সরকারি বিধি মোতাবেক শূন্যপদে ১ জন

ল্যাব এসিস্টেন্ট, ১জন অফিস সহায়ক নিয়োগ দেয়া হবে।

২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ৫০০/= টাকা মূল্যের ব্যাংক ড্রাফট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে

প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক

সভাপতি

মোবাইল নং ০১৭৫০-৫১০৯৬২।

প্রধান শিক্ষক মোবাইল নং ০১৭১০-০৬৪২৪৭।

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৭ মে ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।