
চাকরি দিচ্ছে রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়
রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়, ডাক-বিটুলী, উপজেলা-জুড়ী, জেলা- মৌলভীবাজার-এর জন্য সরকারি বিধিমোতাবেক একজন সহকারী প্রধান
শিক্ষক এবং একজন করে পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী, অফিস সহায়ক ও আয়া আবশ্যক।
আগ্রহী প্রার্থীগণ অগ্রণী ব্যাংক লিঃ ফুলতলা বাজার শাখার অনুকূলে সহকারী প্রধান শিক্ষক পদে ১৫০০/= টাকা (অফেরৎযোগ্য) ও অন্যান্য
পদে ১০০০/= টাকার (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট, দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করুন।
প্রধান শিক্ষক
সূত্র: দৈনিক সিলেটের ডাকবুধবার, ০৫ জুলাই ২০২৩ইং