চাকরি দিচ্ছে শাহজালাল একাডেমী

মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩
চাকরি দিচ্ছে শাহজালাল একাডেমী

চাকরি দিচ্ছে শাহজালাল একাডেমী

সরকারী বিধি এবং জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী শাহজালাল একাডেমী, ডাক : মোল্লারচক, উপজেলা গোলাপগঞ্জ,

জেলা: সিলেট এ শূন্য পদে ১. একজন সহকারী প্রধান শিক্ষক (ইংরেজীতে অভিজ্ঞ), ২. সৃষ্ট পদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর, ৩.

একজন আয়া আবশ্যক। ২ ও ৩ নং পদে বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বৎসর। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর প্রয়োজনীয়

সকল কাগজপত্র সংযুক্ত করে মোবাইল নম্বর উল্লেখসহ আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক

০১৭১৪-৫১৯০০৭

সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৭ মার্চ ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।