
চাকরি দিচ্ছে শাহজালাল একাডেমী
সরকারী বিধি এবং জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী শাহজালাল একাডেমী, ডাক : মোল্লারচক, উপজেলা গোলাপগঞ্জ,
জেলা: সিলেট এ শূন্য পদে ১. একজন সহকারী প্রধান শিক্ষক (ইংরেজীতে অভিজ্ঞ), ২. সৃষ্ট পদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর, ৩.
একজন আয়া আবশ্যক। ২ ও ৩ নং পদে বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বৎসর। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর প্রয়োজনীয়
সকল কাগজপত্র সংযুক্ত করে মোবাইল নম্বর উল্লেখসহ আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
০১৭১৪-৫১৯০০৭
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৭ মার্চ ২০২৩ইং