
চাকরি দিচ্ছে হযরত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয়
হযরত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয়, ডাকঘর: জালালপুর- ৩১০৭, উপজেলা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট-এর জন্য জনবল কাঠামো ও এমপিও
নীতিমালা- ২০২১ অনুযায়ী জে.এস.সি/ সমমান পাশ একজন নৈশপ্রহরী ও একজন খণ্ডকালীন শিক্ষক (গণিত/ বিজ্ঞানে পারদর্শী) নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০/= (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফটসহ আবেদন করুন ।
প্রধান শিক্ষক
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৫এপ্রিল ২০২৩ইং