নিয়োগ দেবে মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়

বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩
মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়

নিয়োগ দেবে মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়

মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়, গ্রাম-আলীপুর, ডাক লক্ষীপুর, উপজেলা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ এর জন্য বিধি

মামলা মোতাবেক শূন্যপদে ২য় বার সহকারী প্রধান শিক্ষক ও পরিচ্ছন্নতা কর্মী প্রতি পুলিশ পদে ০১ (এক) জন করে আবশ্যক।

বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (বিশ) দিনের মধ্যে প্রতিষ্ঠানের অনুকূলে সহকারী প্রধান শিক্ষক ১৫০০/- (পনের শত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার

(অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করুন। পূর্বের আবেদনকারীগণের আবেদন নিস্প্রয়োজন।

প্রধান শিক্ষক

মোবাইল : ০১৭২২-৩৯১৩০৫

সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৭ এপ্রিল ২০২৩ইং

https://www.youtube.com/watch?v=WtsOWGroM6w

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।