নৌবাহিনীতে চাকরির সুযোগ

বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩
নৌবাহিনীতে চাকরি সুযোগ

নৌবাহিনীতে চাকরির সুযোগ

‘বি-২০২৩’ ব্যাচে নাবিক ও এমওডিসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

ডিই-ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখায় আবেদনের জন্য দরকার এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে

ন্যূনতম ৩.৫০ (জিপিএ)। এসএসসিতে উচ্চতর গণিত বিষয়ধারী এবং বিএন ডকইয়ার্ডে কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট

থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড পাওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

মেডিকেল শাখার প্রার্থীদের জীববিজ্ঞানসহ এসএসসি বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও

এমওডিসি (নৌ) শাখার ক্ষেত্রে এসএসসি বা সমমানে (সব বিভাগ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

কুক ও স্ট্রুয়ার্ড শাখার ক্ষেত্রে-এসএসসি বা সমমানে (সব বিভাগ) জিপিএ অন্তত ২.৫০ পেতে হবে। টোপাস শাখায় চাকরি পেতে অষ্টম শ্রেণি পাস হলেও চলবে।

শারীরিক যোগ্যতা

সিম্যান শাখায় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, পেট্রোলম্যান শাখায় ৫ ফুট ৮ ইঞ্চি, এমওডিসি (নৌ) শাখায় ৫ ফুট ৬ ইঞ্চি ও অন্যান্য শাখায়

(কমিউনিকেশন, টেকনিক্যাল, রাইটার, স্টোর, কুক, স্ট্রুয়ার্ড ও টোপাস) ৫ ফুট ৪ ইঞ্চি। সব শাখার প্রার্থীদের জন্য বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি

এবং প্রসারণ ২ ইঞ্চি। চোখের দৃষ্টিশক্তি ৬/৬। ওজন-বয়স ও উচ্চতা অনুযায়ী।

অনলাইনে আবেদন

www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে হোম পেজ থেকে ‘অ্যাপ্লাই নাও’ ক্লিক করে সাইন আপ/সাইন ইন করতে হবে। এরপর

আবেদন পদ্ধতি অনুসরণ করে অনলাইন/মোবাইল ব্যাংকিংয়ের (যেকোনো ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, টি-ক্যাশ,

মাইক্যাশ, এমক্যাশ ইত্যাদি) মাধ্যমে আবেদন ফি (চার্জ ছাড়া ২০০ টাকা) জমা দিতে হবে। পেমেন্টে সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদন

ফরম পূরণ করে সাবমিট করুন। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে সংগ্রহে রাখুন।

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৩ পর্যন্ত।

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।