
বাংলাদেশ ডাক বিভাগে চাকরির সুযোগ
সকল পদের লিখিত পরীক্ষার স্থান, বিষয় ও সময়সূচি পরবর্তীতে www.bdpost.gov.bd ও https://pliwc.bdpost.gov.bd
এই ওয়েবসাইট দুটিতে/এসএমএস এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীর বয়স ০১/০৭/২০২৩খ্রি: তারিখে ১৮-৩০ বছর। তবে
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। কিন্তু মুক্তিযোগ্যতার পুত্র-
কন্যার পুত্র-কন্যাদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনপত্র
পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ ক. পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://pliwc.teletalk.com.bd এই
ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নির্ধারণঃ (i) Online এ আবেদনপত্র পুরণ ও
পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১৬.১০.২০২৩ সকাল ১০.০০ টা (ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ
তারিখ ও সময় ০২.১১.২০২৩ বিকাল ৫.০০ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ
আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। (খ)
Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ ) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। (গ) প্রার্থী
Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ
করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন | Online আবেদন শেষে Download কৃত Applicants কপিতে
একটি | User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী Applicant Copy তে দেওয়া পদ্ধতিতে যে
কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ পদের ক্ষেত্রে
২২৩/-টাকা এবং ক্রমিক নং ২ পদের ক্ষেত্রে ১১২/- টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। পরীক্ষার ফি প্রদান শেষে
প্রার্থীর মোবাইল ফোনে SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি,
পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন।
বিজ্ঞপ্তিটি আরো বিস্তারিত পত্রিকা ছাড়াও বিজ্ঞপ্তিটি http://pliwc.bdpost.gov.bd -এ পড়ার জন্য অনুরোধ করা হলো।
অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা [email protected] তে
যোগাযোগ করা যাবে। (৪) একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। জেনারেল ম্যানেজারের দপ্তর,
ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর-৫৪০০। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে। www.bdpost.gov.bd
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্রঃ ইত্তেফাক ১১/১০/২০২৩ইং (পৃঃ ৭)