
বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ
পদ সংখ্যা-১০০জন
১। বয়সসীমা (সর্বোচ্চ ২৫/০৩/২০২০ তারিখে এবং সর্বনিম্ন ৬/০৭/২০২৩ তারিখে): (ক) সাধারণ
প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩০ বছর (জন্ম তারিখ : ২৬/০৩/১৯৯০ থেকে ০৭/০৭/২০০২ এর
মধ্যে) (খ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর
(জন্ম তারিখ: ২৫/০৩/১৯৮৮ থেকে ০৭/০৭/২০০২ এর মধ্যে)। (গ) প্রার্থীর বয়স কম বা বেশি হলে
আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। |(2) আগ্রহী প্রার্থীদেরকে আগামী 05/06/20২৩ তারিখ হতে
০৬/০৭/২০২৩ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট
erecruitment.bb.org.bd এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
Online Application Form এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ
অবশ্যই উল্লেখ করতে হবে। ০৬/০৭/২০২৩ তারিখ বা তৎপূর্বে যাদের স্নাতকোত্তর ডিগ্রী অথবা ৪
বছর মেয়াদী স্নাতক ডিগ্রীর ফলাফল প্রকাশিত হয়েছে তারা আবেদনের যোগ্য হবেন। (৩) যাদের
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এ CV রয়েছে তারা
তাদের উক্ত CV এর মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীর নাম এবং পিতা ও মাতার নাম এস.এস.সি/
সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে। নাম, পিতা ও
মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, ১১ ডিজিটের মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে ভুল
থাকলে প্রার্থীরা আবেদনের সময় নিজ উদ্যোগে আপডেট করে নিবেন। যাদের CV নেই তারা
ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন CV তৈরি করবেন এবং
নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্যতোলা Formal রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির
ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। (৪) অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক CV
Identification Number, Tracking Number ও Password যথাযথভাবে সংরক্ষণ করতে
হবে। (৫) আলোচ্য পদে আবেদনের ক্ষেত্রে কোন আবেদন ফি প্রদান করতে হবে না। (৬) প্রার্থীদের
প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। (৭) লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায়
অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। (৮) চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের
পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের
অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। (৯) আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার স্বপক্ষে
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা
প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী
ঠিকানার সপক্ষে হতে হবে। (১০) নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণ করা
হবে। পরিচালক (এইচআরডি-১)।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্রঃ erecruitment.bb.org.bd