চাকরি দিচ্ছে শাহজালাল উপশহর একাডেমি

মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩
শাহজালাল উপশহর একাডেমি

চাকরি দিচ্ছে শাহজালাল উপশহর একাডেমি

শাহজালাল উপশহর একাডেমি, ব্লক-আই, শাহজালাল উপশহর, সিলেট এর জন্য একজন প্রধান শিক্ষক (শিক্ষাগত যোগ্যতাঃ বি.এড সহ স্নাতক সম্মান

এবং প্রধান শিক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা) এবং সহকারী শিক্ষক তিনজন (গণিত, ইংরেজি এবং বিজ্ঞান) (শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক)।

আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় সনদপত্রের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ২০/০৮/২০২৩ইং তারিখের মধ্যে বিদ্যালয়

চলাকালীন সময় (৯.০০ টা-১.০০ টা) | পর্যন্ত বিদ্যালয়ের সভাপতি বরাবরে আবেদনপত্র জমা দিতে হবে।

সাধারণ সম্পাদক, শাহজালাল উপশহর একাডেমি

প্রয়োজনেঃ ০১৭১১৪৮৪৮০৮, ০১৭৪৭৯১৮৭৬৭

সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৮ আগষ্ট ২০২৩ইং

সতর্কীকরণ নোটিশ প্রিয় পাঠক ,চাকরির ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না ।আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকবে না। আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়োগ প্রকাশ করে থাকি। আমরা কাউকে চাকরি দেই না ,আমরা শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।