সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
সিলেটের চাকরির খবর ডেস্ক
সিরাজুল ইসলাম আলিম মাদরাসাতে চাকরির সুযোগ
সিরাজুল ইসলাম আলিম মাদরাসা, ডাকঘর : সােনাতলা-৩১০০, উপজেলা : সদর, জেলা : সিলেট এর জন্য নবসৃষ্ঠ পদে জনবল কাঠামাে এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশােধিত) অনুযায়ী কাম্য যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রতি পদে ১ জন করে (১) উপাধ্যক্ষ-সহকারী অধ্যাপক হিসেবে ৩ ও প্রভাষক পদে ৯ বছরের অভিজ্ঞতা অথবা সুপার/সহসুপার হিসেবে কাম্য অভিজ্ঞতা
(২) সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার-ফাজিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা (৩) অফিস সহায়কজেডিসি/জেএসসি/সমমান (৪) শূন্যপদে নৈশ প্রহরী জেডিসি/জেএসসি/সমমান আবশ্যক। প্রয়ােজনীয় কাগজপত্র, ২ কপি পিপি সাইজ ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন পত্রের সাথে ১ ও ২নং পদে যথাক্রমে ১০০০/- ও ৫০০/- টাকার ব্যাংক ড্রাফটসহ অধ্যক্ষ বরাবরে ১৫ দিনের মধ্যে আবেদন পৌঁছাতে হবে।
অধ্যক্ষ।
মােবাইল : ০১৭২৬-০১৬ ৪৩৬
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সম্পাদক
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূ্ত্র: দৈনিক সিলেটের ডাক ১৪-০২-২১ইং
তানজিনা আক্তার / সিলেটের চাকরির খবর
উপদেষ্টা : দিনার খান হাসু
উপদেষ্টা : মোঃ আরিফ আহমদ
সম্পাদক মণ্ডলীর সভাপতি : সৈয়দ মোঃ সাহেদ আহমদ
সম্পাদক ও প্রকাশক : সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
নির্বাহী সম্পাদক : মোঃ আতিকুল ইসলাম
বার্তা সম্পাদক : মোঃ কামাল হোসেন
কম্পিউটার অপারেটর : মোঃ সায়মন মিয়া
সম্পাদকীয় কার্যালয়
জাহানপুর, জজ সাহেব রোড, মেজরটিলা সিলেট।
মোবাইল:- ০১৭১২০৪৫৩৯১,০১৭৫৪২৮৬৬৯৩
Email-nahed.press2050@gmail.com
বিভিন্ন সূত্র থেকে আমরা শুধু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি
আমরা কাউকে চাকরি দেই না। চাকরির জন্য কেউ ফোন দিবেন না আপনার যোগ্যতা হিসাবে আপনি আমাদের পেইজে চাকরি খুঁজুন।
Design and developed by best-bd