সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১
সিলেটের চাকরির খবর ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৮টি ভিন্ন পদের বিপরীতে মোট ২৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে।
পদের নাম
ইমাম/আরটি (পুরুষ), অফিস সহকারী (পুরুষ), মিডওয়াইফ (মহিলা), কার্পেন্টার (পুরুষ), প্লাম্বার (পুরুষ), বুটমেকার (পুরুষ), অফিস সহায়ক (পুরুষ), ওয়ার্ড বয় (পুরুষ), রাখাল (পুরুষ), বাবুর্চি (পুরুষ), মালী (পুরুষ), টেইলর (পুরুষ), আয়া (মহিলা), পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) ও পরিচ্ছন্নতাকর্মী (মহিলা) সহ মোট ১৮টি পদে নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা
মোট ২৪৩ জন।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইমাম পদের জন্য ন্যূনতম ফাজিল ও আলিম পাস এবং অন্যান্য পদের জন্য ন্যূনতম এসএসসি/ জেএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কিছু কিছু পদের জন্য এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের মোবাইলে এসএমএসের (sms) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২২ জানুয়ারি, ২০২১।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৫ জানুয়ারি, ২০২১।
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সম্পাদক
সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
উপদেষ্টা : দিনার খান হাসু
উপদেষ্টা : মোঃ আরিফ আহমদ
সম্পাদক মণ্ডলীর সভাপতি : সৈয়দ মোঃ সাহেদ আহমদ
সম্পাদক ও প্রকাশক : সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
নির্বাহী সম্পাদক : মোঃ আতিকুল ইসলাম
বার্তা সম্পাদক : মোঃ কামাল হোসেন
কম্পিউটার অপারেটর : মোঃ সায়মন মিয়া
সম্পাদকীয় কার্যালয়
জাহানপুর, জজ সাহেব রোড, মেজরটিলা সিলেট।
মোবাইল:- ০১৭১২০৪৫৩৯১,০১৭৫৪২৮৬৬৯৩
Email-nahed.press2050@gmail.com
বিভিন্ন সূত্র থেকে আমরা শুধু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি
আমরা কাউকে চাকরি দেই না। চাকরির জন্য কেউ ফোন দিবেন না আপনার যোগ্যতা হিসাবে আপনি আমাদের পেইজে চাকরি খুঁজুন।
Design and developed by best-bd