সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
সিলেটের চাকরির খবর ডেস্ক
তানজিনা আক্তার / সিলেটের চাকরির খবর
৩৪৯ জনকে চাকরি দেবে এস.এম.জি. ফুড এন্ড বেভারেজ
এস.এম.জি. ফুড এন্ড বেভারেজ -এ আপনাকে জানাই স্বাগতম। দীর্ঘ এক যুগ ধরে নিজস্ব ইন্ডাস্ট্রিজে আন্তর্জাতিক মানের বিশুদ্ধ খাদ্যপণ্য ও কোমলপানীয় উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান হিসাবে ভােক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সমগ্র বাংলাদেশে বিক্রয় সম্প্রসারনের লক্ষ্যে থানা ও জেলা পর্যায়ে পরিবেশক ও কিছু সংখ্যক জনবল নিয়ােগ করা হইবে।
আগ্রহী প্রার্থীগণ আগামী ২৮/০২/২০২১ ইং তারিখের মধ্যে প্রয়ােজনীয় কাগজপত্রসহ নিম্ন ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠানাের জন্য অনুরােধ করা হইল।
অভিজ্ঞতার ক্ষেত্রে সকল পদের শিক্ষাগত যােগ্যতা শিথীল যােগ্য নব-দিগন্তের সূচনায়… এস.এম.জি. ফুড এন্ড বেভারেজ ছলিমপুর, ঈশ্বরদী, পাবনা।
Hot Line : 01770-382821 01711-00007
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২৩-০২-২১ইং
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সম্পাদক
উপদেষ্টা : দিনার খান হাসু
উপদেষ্টা : মোঃ আরিফ আহমদ
সম্পাদক মণ্ডলীর সভাপতি : সৈয়দ মোঃ সাহেদ আহমদ
সম্পাদক ও প্রকাশক : সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
নির্বাহী সম্পাদক : মোঃ আতিকুল ইসলাম
বার্তা সম্পাদক : মোঃ কামাল হোসেন
কম্পিউটার অপারেটর : মোঃ সায়মন মিয়া
সম্পাদকীয় কার্যালয়
জাহানপুর, জজ সাহেব রোড, মেজরটিলা সিলেট।
মোবাইল:- ০১৭১২০৪৫৩৯১,০১৭৫৪২৮৬৬৯৩
Email-nahed.press2050@gmail.com
বিভিন্ন সূত্র থেকে আমরা শুধু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি
আমরা কাউকে চাকরি দেই না। চাকরির জন্য কেউ ফোন দিবেন না আপনার যোগ্যতা হিসাবে আপনি আমাদের পেইজে চাকরি খুঁজুন।
Design and developed by best-bd