বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি নন্দন সিলেটের খাদিমপাড়া পামওয়েল বাগান

ডেস্ক রিপোর্ট / ৫০০ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ:- পাম গাছের চমৎকার একটি বিশাল বাগানে ঘুরে বেড়াতে কেমন লাগবে আপনার? ভালো বা মন্দ তার চেয়ে বড় কথা নিশ্চয়ই ভিন্ন রকম এক অনুভূতি হবে, তাই না? সিলেটেই আছে বিশাল এক পাম বাগান। সিলেট শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে এর অবস্থান। তবে মেজরটিলা পয়েন্ট এবং ২নং খাদিমপাড়ায় রোড হয়ে আপনি বাগানে প্রবেশ করতে পারবেন ।

বিশাল বিস্তৃত পাম বাগানটির যতদূর চোখ যায় শুধু পাম গাছের পাশেই রয়েছে একটি চা বাগান। উপরে চমৎকার নীল আকাশ আর নীচে বিশাল সবুজ এই বাগান দেখলে মনে হয় যেন হাতে কোন ছবি।

বাগানটি ব্যাক্তিমালিকানাধীন উঁচু নিচু বাগানের রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকলে সামনেই পাবেন একটি জলাশয়। সেই জলাশয়ের আবদ্ধ জলে পাম বাগানের প্রতিচ্ছবি এক কথায় অপূর্ব।

মুগ্ধতার শেষ এখানেই নয়। হাজার হাজার শারি . শারি পাম বাগানের অপরূপ দৃশ্য দেখে আপনার মন প্রকৃতির মধ্যে হারিয়ে যাবে বর্ষাকালে গাছের অপরূপ দৃশ্য সবুজে ছেয়ে যায়।

আরো আছে যাকে যাকে সাদা বক পাখি দেখতে খুব সুন্দর লাগে বিকেল বেলায় সাদা বক পাখি গুলো যখন তাদের নীড়ে ফিরে আসে সেই দৃশ্য দেখে প্রকৃতিপ্রেমীদের মন ভরে যাবে।

সিলেটের চাকরির খবর / তানজিনা বেগম

 

https://www.facebook.com/sylheterchakrirkhabar/videos/999143277182408/?modal=admin_todo_tour

 


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।