রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

আরও ৫৮ জনের করোনা শনাক্ত সিলেট ও সুনামগঞ্জে

ডেস্ক রিপোর্ট / ১১৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

 

সিলেটের চাকরির খবর ডেস্ক :- সিলেট ও সুনামগঞ্জ জেলায় একদিনে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৪০ জন এবং সুনামগঞ্জ জেলায় ১৮ জন রয়েছেন।

বুধবার (১৫ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বুধবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০৪ জনে দাঁড়ালো।

এদিকে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭১৭ জনে দাঁড়াল।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৮১১ জনের। এরমধ্যে সিলেটের ১ হাজার ৬০৪ জন, হবিগঞ্জের ২৬১ জন ও মৌলভীবাজারের ২১৫ জন রয়েছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন এবং বাকি তিন জেলায় ৪ জন করে ১২ জন মারা গেছেন। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২১০ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৫৭৭ জন।

সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।