রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

চাকরি দেবে চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা

ডেস্ক রিপোর্ট / ১২১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৪ জুলাই, ২০২০
ছড়ারপার জামে মসজিদের জন্য ১ জন মুয়াজ্জিন আবশ্যক

সতর্কীকরণ নােটিশ………………..
সিলেটের চাকরির খবর পত্রিকায় বার বার প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন। কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
………………………………………………সম্পাদক
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১

সিলেটের চাকরির খবর ডেস্ক :-

 

চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, ডাকঃ চাতলপাড়, উপজেলাঃ ওসমানীনগর, জেলাঃ সিলেট এর জন্য সরকারী বিধি মােতাবেক শুন্য পদে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১ জন, জনকল কাঠামাে-২০১৮। অনুযায়ী নবসৃষ্ট পদে নিরাপত্তাকর্মী ১জন ও আয়া ১জন নিয়ােগ করা হবে। শিক্ষাগত যােগ্যতাঃ অফিস সহকারী কাম কম্পিউটার, এর জন্য এইচএসসি/সমমান ও কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে। নিরাপত্তাকর্মী ও আয়া এর জন্য বাের্ড কর্তৃক নূন্যতম ৮ম শ্রেণী/সমমান পাশ হতে হবে।

আগ্রহী প্রার্থীদেরকে ২ কপি পাসপাের্ট সাইজের ছবি ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১০দিনের মধ্যে সুপার বরাবরে আবেদন করতে হবে।
সুপার
চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা
ওসমানীনগর, সিলেট।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন

 

সুত্র: জালালাবাাদ-০১-০৭-২০ইং

সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।