সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

১২৯ জনকে নিয়োগ দেবে জি-ক্যাশ সিলেটের চাকরি

ডেস্ক রিপোর্ট / ৫৩৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে চাকরির সুযোগ
আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে চাকরির সুযোগ

……………………………সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর পত্রিকায় বার বার প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন। কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
………………………………………সম্পাদক
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১

সিলেটের চাকরির খবর ডেস্ক :- ১২৯ জনকে নিয়োগ দেবে জি-ক্যাশ সিলেটের চাকরি

জরুরী নিয়ােগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডাক অধিদপ্তর হতে অনুমােদন প্রাপ্ত Zee Cash (জি-ক্যাশ) এর মার্কেটিং কাজের জন্য সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলা প্রতিটি উপজেলায় আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

অন্যান্য শর্তাবলী :-১। জেলা ম্যানেজার ব্যতিত সকল পদ স্ব-স্ব উপজেলা ভিত্তিক হবে।

২। মহিলা প্রার্থীদের অফিসিয়াল কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৩। চুড়ান্ত প্রার্থীদের কোম্পানীর প্রয়ােজনীয় শর্ত সাপেক্ষে নিয়ােগ দেওয়া হইবে।

৪। ক্যাশ অফিসার মহিলা, টি.এস.আরদের অবশ্যই স্মার্ট ফোন ব্যবহারে পারদর্শী হতে হবে।

৫। সুনামগঞ্জ ও সিলেট জেলার প্রার্থীদের পরীক্ষা হবে আগামী ১১ই জুলাই ২০২০ইং। ।

৬। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রার্থীদের পরীক্ষা হবে আগামী ১২ই জুলাই ২০২০ইং।

* আগ্রহী প্রার্থীদের বায়ােডাটা, ২কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি, সার্টিফিকেটের ফটোকপি, ভােটার আইডিকার্ড/ জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। * রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/- (একশত) টাকাসহ শাহী মনু মিয়া কমপ্লেক্স (২য় তলা), অতিরবাড়ী পয়েন্ট মেইন রােড, দক্ষিণ সুরমা, সিলেট বরাবর, সকাল ১১ ঘটিকার সময় উপস্থিত থাকার জন্য অনুরােধ করা যাচ্ছে।
স্বাঃ
(মােঃ লােকমান হােসেন)
জোনাল ম্যানেজার।
জি-ক্যাশ, সিলেট।

মােবা: ০১৮৯০-০৫২৪১৪

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন

১২৯ জনকে নিয়োগ দেবে জি-ক্যাশ সিলেটের চাকরি

 

সুত্র: উত্তরপূর্ব ০৭-০৬-২০ইং

সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।