সিলেটের চাকরির খবর ডেস্ক :- চাকরি দেবে আলহাজ্ব মােঃ মখলিছুর রহমান (ডিগ্রী) কলেজ
আলহাজ্ব মােঃ মখলিছুর রহমান (ডিগ্রী) কলেজ ইউছুফনগর (রাতগাঁও), সমশেরগঞ্জবাজার,মৌলভীবাজার সদর-এ সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মােতাবেক (উচ্চ মাধ্যমিক পর্যন্ত এমপিও) ১ জন অধ্যক্ষ,সহকারী গ্রন্থাগারিক ১ এবং ডিগ্রি (পাস) কোর্সের জন্য বাংলা-১,ইংরেজী-১, অর্থনীতি-১, রাষ্ট্রবিজ্ঞান-১, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১,দর্শন-১,ইতিহাস-১ জন করে প্রভাষক নিয়ােগ দেওয়া হবে। আগ্রহী ও যােগ্য প্রার্থীগণকে আগামী ৩০-০৮-২০২০ ইং তারিখের মধ্যে সভাপতি বরাবর উপরােক্ত ঠিকানায় আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে। উল্লেখ্য যে, আলহাজ্ব মােঃ মখলিছুর রহমান (ডিগ্রী) কলেজের অনুকুলে প্রাইম ব্যাংকে অধ্যক্ষ পদে আবেদনের জন্য ১০০০/= টাকা ও অন্যান্য পদে ৩০০/= টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
সভাপতি :- ০১৭১৬-৭৬৫২৮০ ০১৭২৯-৯৩০০১১
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন
সুত্র:- জালালাবাদ ২১-০৭-২০ইং
সিলেটের চাকরির খবর / তানজিনা বেগম
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সম্পাদক
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের
জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১