সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ:- ঈদের দিনও মানুষের সেবা দিয়ে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা নায়েক সফি আহমেদ। দেশে করোনাকালের শুরু থেকে নিজরে বন্ধু-বান্ধব,আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশী ও সমাজের বিত্তবানদের সাহায্যে মানুষের পাশে দাঁড়িয়েছন তিনি । শুধু কি তাই পবিত্র উল ফিতরের সময় নিজের বেতন ও বোনাসের টাকা দিয়ে গরিব অসহায় মানুষের মুখে আনন্দ ফুটেছেন তিনি । সফি আহমেদ পেশায় একজন পুলিশ সদস্য। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নায়েক হিসেবে কর্মরত রয়েছেন ।
আজ শনিবার সারাদেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে । সিলেটে হযরত শাহজালাল (রঃ) মাজারে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত শুরু হয়। দরগাহ নিজ উদ্যোগে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন সফি।
সফি জানান,করোনাকালের প্রথম দিকে নিজ উদ্যোগে খাবার পৌঁছে দিতেন মানুষের বাসায়। এখন নিজ উদ্যোগে এবং অন্যদের সহযোগিতা খাবার দিচ্ছেন । বিপদে মানুষের পাশে থাকাটা আমাদের দায়িত্ব বলে তিনি জানান, মাস্ক শুধু করোনাভাইরাসের কারণে ব্যবহার করছি তা নয়। মাস্ক থাকলে আমরা বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পেতে পারি। আর এই ভাইরাস থেকে বাঁচতে আমাদের স্বাস্থ্য সুরক্ষা খুব জরুরী।
সিলেটের চাকরির খবর / তানজিনা বেগম
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনেরজন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১
ঈদ মোবারক সবাই কে
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।