শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

চাকরি দেবে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া

ডেস্ক রিপোর্ট / ৩৫৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৫ আগস্ট, ২০২০
চাকরি দেবে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া

 

 

সিলেটের চাকরির খবর ডেস্ক :- চাকরি দেবে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ
করে নির্দেশনা মত ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit কারী প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।

উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী। নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। সকল পদের জন্য মােট ৫৬০/- (পাঁচশত ষাট ) টাকা [পরীক্ষার ফি ৫০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬০/- টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।।

প্রথম SMS : BGFCL <space> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BGFCL ABCDEF Reply: Applicant’s Name, Tk.560 will be charged as application fee, Your PIN. is 123456789. To pay fee Type BGFCL <Space>YES<Space>PIN and send to 16222।
দ্বিতীয় SMS: BGFCL <Space>YES<Space>PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: BGFCL YES 123456789 Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for examination fee. User ID is (XXXXX) and Password (XXXXXX)
দ্বিতীয় SMS টি পাঠানাের পর ফিরতি SMS এর Password পাবেন। এই Password টি Admit Card (প্রবেশ পত্র) Download-এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।

চ) প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://bgfcl.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর
মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা
তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ,
সময়, ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশ পত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। Admit card (প্রবেশ পত্র) Download এর তারিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানাে হবে।
জ) শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং
PIN পুনরুদ্ধার করতে পারবেনঃ ১) User ID জানা থাকলে BGFCL<space>Help<space>User<space>User ID & Send to
16222. (Example: BGFCL Help User ABCDEF & Send to 16222) ২) PIN Number জানা থাকলে BGFCL<space>Help<space>PIN<space>PIN No & Send to | 16222. (Example: BGFCL Help PIN 12345678 & Send to 16222)
ঝ) Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যে কোন অপারেটরের ফোন থেকে
০১৫০০১২১১২১ নম্বরে কল করুন। এছাড়া vas.query@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর প্রদত্ত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানাে হবে এবং বিজিএফসিএল এর ওয়েবসাইটে এ প্রকাশ করা হবে।
৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে বর্ণিত সকল তথ্যের স্বপক্ষে দলিলাদি/মূল সনদপত্র
কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে।
৪। আবেদনের শেষ তারিখ অর্থাৎ ১২-১০-২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার
পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং মেডিকেল অফিসার পদের প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবাের্ড কর্তৃক
প্রদত্ত এসএসসি/সমমান সনদ-এ উল্লেখিত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে, কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। | ৫। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের
অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
৬। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
৭। শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে বিভিন্ন শ্রেণি বা বিভাগ এর পাশাপাশি সমমানের জিপিএ/সিজিপিএ এর সামঞ্জস্য বিধান বা রূপান্তরের ক্ষেত্রে
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালা অনুসৃত হবে।
৮। কোন প্রার্থীর বিদেশ হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি’র ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক
পরীক্ষার সময় দাখিল করতে হবে।

৯। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
১০। নিয়ােগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১১। লিখিত ও মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার-এ অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ নিয়ােগের আংশিক সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধির
অধিকার সংরক্ষণ করে। এ নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩। নিয়ােগ লাভের পর প্রার্থীর প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪। নিয়ােগ সম্পর্কিত যে কোন তথ্যাদি বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর ওয়েবসাইট

www.bgfcl.org.bdএ প্রকাশ করা হবে।

এ টি এম শাহ্ আলম মহাব্যবস্থাপক (প্রশাসন)

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন

 

চাকরি দেবে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া

 

সূত্র:- সমকাল ০৫-০৮-২০ইং

সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর

সতর্কীকরণ নােটিশ

সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ

করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।

সম্পাদক

হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের
জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।

যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।