ডেস্ক :- S.T.C ব্যাংক লিঃ চাকরি
S.T.C ব্যাংক লিঃ ইসলামী শরীয়াহ মােতাবেক পরিচালিত একটি কো-অপারেটিভ ব্যাংক।
১৯৯৬ সাল থেকে উক্ত ব্যাংক বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কাজ করে আসছে।
সমবায় অধিদপ্তর হতে সারাদেশে ব্রাঞ্চ।
খােলার অংশ হিসেবে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ব্রাঞ্চ খােলার।
নিমিত্তে জরুরী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
অন্যান্য শর্তাবলিঃ সকল পদে শিক্ষানবীস কাল ৬ মাস। চাকরীতে স্থায়ীকরণের পর বাসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, বছরে ৩টি উত্সব ভাতা প্রদত্ত হবে।
১-৫ নং পদের প্রার্থীদের মােটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
সকল পদে যােগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চুড়ান্ত নিয়ােগ প্রাপ্তদের ১-৬ নং পদে ২২০০০/- টাকা এবং ৭ নং পদে ১০০০০/-টাকা কমী কল্যাণ তহবিলে জমা দিতে হবে।
সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা হবে সিলেটে এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রার্থীদের পরীক্ষা হবে হবিগঞ্জ শাখায়।
বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিন পর হতে পরীক্ষার জন্য ডাকা হবে।
অর্থাৎ আবেদন পত্র আগে পাঠালে আগে পরীক্ষার জন্য ডাকা হবে। এস.টি.সি এর ব্যাংক একাউন্ট নম্বর মাে. জাঈন উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এসি নং ৫৮১৮০৩৪০২০১০৫ সােনালী ব্যাংক লিঃ শাহবাজপুর শাখা, মৌলভীবাজার এর অনুকূলে ১নং পদে ৫০০/-, ২-৪ নং পদে ৩০০/-, ৫-৬ নং পদে ২০০/-৭নং পদে ১৫০/- এবং ৮নং পদে ১০০/যেকোন সােনালী ব্যাংক হতে নগদে অনলাইনে জমা করতঃ জমার রশিদ
আবেদন পত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।
প্রার্থীদের খামের উপরে পদের নাম এবং পরীক্ষার কেন্দ্রের নাম লিখতে হবে।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই সি.ভি, ২ কপি ফটো, ভােটার আইডি কার্ডের ফটো কপি, শিক্ষাগত যােগ্যতার ফটো কপি, অভিজ্ঞতার সনদের ফটো
কপিসহ আগামী ১০ই সেপ্টেম্বর ২০২০ ইং তারিখের ভিতরে।
নির্বাহী পরিচালক, ফাউন্ডেশন অফিস, বাড়ী নং ৫১২, রােড নং-২, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭।
ঠিকানায় আবেদন পত্র পাঠানাের জন্য অনুরােধ করা যাচ্ছে।
(স্বাক্ষরিত) নির্বাহী পরিচালক এস.টি.সি ব্যাংক লি:
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক জালালাবাদ ১২-০৮-২০ইং
তানজিনা আক্তার / সিলেটের চাকরির খবর
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সম্পাদক
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের
জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।