ডেস্ক :-সিলেট সিটি মধ্যেস্থিত (শহরের প্রাণ কেন্দ্রে) ১৫০ আসন বিশিষ্ট্য একটি স্বনামধন্য স্কুল এন্ড কলেজ-এ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) শাখায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে করোনা ক্রান্তিকালীন মধ্যভিত্ত ও নিম্নভিত্ত পরিবারের আর্থিকভাবে সাময়িক সমস্যাগ্রস্থ পরিবারের এসএসসি পাশ সন্তানদের কলেজে ভর্তি সংক্রান্ত সহযোগীতার মানসিকতায় আমাদের সংরক্ষিত (বিজ্ঞান-২০টি, মানবিক-২০টি ও বাণিজ্য-২০টি) মোট ৬০টি আসনে কলেজ কমিটি কর্তৃক বিশেষ প্রণোদনায় সম্পুর্ণ বিনা খরচে এইচএসসি তে ভর্তির ব্যবস্থা রাখা হয়েছে।এতে শিক্ষার্থী ও অভিবাবকের সকল সমস্যা সংক্রান্ত বিষয়াদী গোপন রাখা হবে।
এই ক্ষেত্রে:-
১. শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যাবতীয় খরচ কমিটির সহয়োগীতায় করোনা ক্রান্তিকালীন বিশেষ প্রণোদনায় সম্পন্ন করা হবে।
২. শিক্ষার্থীর মাসিক টিউশন ফি প্রযোজ্য হবে।
৩. ক্ষেত্র বিশেষ খুব বেশি সমস্যগ্রস্থ শিক্ষার্থীর বেলায় বই এবং কলেজ ড্রেসও প্রদান করা হবে।
৪. যে কোন গ্রেডে (এ+/এ/এ-/বি/সি/ডি) ও বিভাগে (মানবিক/বিজ্ঞান/বাণিজ্য) পাশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।
৫. ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রাদী ও ছবি শিক্ষার্থী কর্তৃক জমা দিতে হবে।
শিক্ষার্থীরা নিম্নের ই-মেইল অথবা মোবাইল নম্বরে এসএসসি পাশের সন, রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লিখে এসএমএস প্রদান সাপেক্ষে কলেজ কর্তৃপক্ষ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভর্তি নিশ্চিত করবে।
আপনার ব্যাক্তিগত করোনাকালীন আর্থিক ক্রান্তিকাল আমাদের সকলের। সার্বিক বিষয়াদী গোপন রেখে আমরা আপনার পাশে।
বি:দ্র: স্বাস্থ্যবিধি রক্ষা ও অতিরিক্ত জামেলা এড়াতে কলেজের নাম অপ্রকাশিত রাখা হয়েছে। শিক্ষার্থীর এসএমএস পেলেই আমরা যোগাযোগ করে ব্যবস্থা ও সহযোগীতায় আসব। অযথা কল না করে এসএমএস করুন।
কলেজ কর্তৃপক্ষ এসএমএস পাঠান-
ফোন- অফিস: ০৮২১-৭২৭৮৩৩,
ভারপ্রাপ্ত: ০১৮৪২-৭৭১১৫৫ (এসএমএস)
ই-মেইল: bdiecs24@gmail.com
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের
জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১