ডেস্ক :-চাকরি দেবে উত্তরা ব্যাংক লিমিটেড
উত্তরা ব্যাংক লিমিটেডে আর্মড গার্ড পদে নিম্নে বর্ণিত শর্তে কিছু সংখ্যক জনবল সম্পূর্ণ অস্থায়ীভাবে ৫ (পাঁচ) বছরের জন্য চুক্তিভিত্তিতে নিয়ােগের
জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে –
০১. আবেদনকারীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমান বাহিনী).
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর অবসরপ্রাপ্ত সদস্য হতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানে সৈনিক পদে কমপক্ষে ১৫ (পনর) বছরের চাকুরীর
অভিজ্ঞতা থাকতে হবে।
তাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে।
০২. কমপক্ষে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
০৩. বয়স সীমাঃ ৩১ (একত্রিশ) বছর থেকে ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত (১৫-০৯-২০২০ ইং তারিখে)। তবে ১৫ (পনর) বছরের অধিক অভিজ্ঞতা
সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা শিথিলযােগ্য।
০৪. মাসিক ১৫,০০০/- (পনর হাজার) টাকা পারিশ্রমিকে সম্পূর্ণ অস্থায়ীভাবে ৫ (পাঁচ)বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়ােগ দেয়া হবে।
০৫. অন্যান্য আর্থিক সুবিধা :- প্রতি মাসে ২,০০০/- (দুই হাজার) টাকা কর্মস্থলে (দিনরাত) থাকাবাবদ এবং কর্মক্ষেত্রে উপস্থিত থাকা সাপেক্ষে প্রতি
কর্মদিবসের জন্য ২০০/- (দুই শত) টাকা হারে লাঞ্চ সুবিধা দেওয়া হবে। এছাড়া- একটানা ০৫ (পাঁচ) বছর সফলভাবে চুক্তিভিত্তিক চাকুরী করলে
এককালীন ১,০০,০০০/ (এক লক্ষ) টাকা সার্ভিস বেনিফিট দেয়া হবে।
০৬. ব্যাংক কর্তৃপক্ষ কোন প্রকার বােনাস প্রদানের সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে প্রার্থীর মাসিক পারিশ্রমিকের ৪০% হারে বােনাস দেয়া হবে যা
পরিবর্তনযােগ্য।
০৭. মেডিকেল গ্রাউন্ডে অবসর অথবা অসদাচরণের দায়ে অব্যাহতি/অবসর/বহিষ্কৃত হয়ে থাকলে নিয়ােগের জন্য অনুপযুক্ত বলে গণ্য হবে।
০৮. যােগ্য ও আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয়
পরিচয়পত্রের ফটোকপি এবং চাকুরী অবসানের প্রত্যায়নপত্রের ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা উত্তরা ব্যাংক লিমিটেডের যে
কোন শাখার ম্যানেজার কর্তৃক সত্যায়িত) এবং স্বহস্তে লিখিত দরখাস্ত নিম্নোক্ত তথ্যাবলী সহ (ক) আবেদনকারীর পূর্ণ নাম (খ) পিতার পূর্ণ নাম (গ)
নিজ জেলার নাম (ঘ) আবেদনকারীর বর্তমান ঠিকানা (ও) আবেদনকারীর স্থায়ী ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) বয়স ২৫-০৯-২০২০ ইং তারিখে).(জ)
ধর্ম (ঝ), বৈবাহিক অবস্থা, (ঞ) জাতীয়তা(ট) শিক্ষাগত যােগ্যতার বিবরণ।
(ঠ) দুই জন”রেফারেন্সের নাম’ আগামী ৫৮২০২০ ইং তারিখের মধ্যে ডাক বা কুরিয়ারের মাধ্যমে উপ মহাব্যবস্থাপক, মানব সম্পদ বিভাগ, উওরা
ব্যাংক লিমিটেড (৪র্থ তলা), প্রধান কার্যালয়, ৪৭, শহীদ বীর উত্তম আসফাকুস সামাদ সড়ক, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এর বরাবর পাঠাতে
হবে।
সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
অসম্পূর্ণ দরখাস্ত কোনরূপ কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। আবেদন পত্রের খামের উপরে “আর্মড গার্ড পদে সম্পূর্ণ অস্থায়ীভাবে
চুক্তিভিত্তিক নিয়ােগের জন্য আবেদন পত্র লিখতে হবে।
উপ মহাব্যবস্থাপক
মানব সম্পদ বিভাগ উত্তরা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় ৪৭, শহীদ বীর উত্তম আসফাকুস সামাদ সড়ক, মতিঝিল বা/এ, ঢাকা।
ফোন নং-৯৫৫৩০৮৩
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: যুগান্তর ২০-০৮-২০ইং
তানজিনা আক্তার / সিলেটের চাকরির খবর
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সম্পাদক
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের
জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।