সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

আকর্ষণীয় বেতনে চাকরি দেবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড

ডেস্ক রিপোর্ট / ২১৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড

 আকর্ষণীয় বেতনে চাকরি দেবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে অনলাইন

(Online) T পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

শর্তাবলী :- ১. Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি : ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক http://sgfl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ : i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬-০৯-২০২০, সকাল ১০.০০ ঘটিকা। ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২০-১০-২০২০, বিকাল ০৫.০০ ঘটিকা। iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে | Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে ।  (XXXXXXXX). প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://sgfl.teletalk.com.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত
এ নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ১৫. নিয়ােগ সংক্রান্ত সর্বশেষ তথ্যাদি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ওয়েবসাইট (www.sgfl.org.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ওয়েবসাইট (http://sgfl.teletalk.com.bd)-এ প্রকাশিত হবে বিধায় চাকুরি প্রার্থীদের সংশ্লিষ্ট Website Visit করতে হবে ।
মহাব্যবস্থাপক (প্রশাসন)।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: সমকাল ২৬-০৮-২০ইং

 


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।