সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট / ২৪৬ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে চাকরির সুযোগ

সিলেটের চাকরির খবর ডেস্ক

শর্তাবলীঃ ০১। প্রতিটি পদে শহীদ মনসুর আলী ট্রাষ্ট্রের প্রবর্তিত বেতন স্কেল প্রযােজ্য হবে। ০২। যে কোন সিডিউল ব্যাংক থেকে ১০০০ (এক হাজার) টাকার পে-অর্ডার আবদন পত্রের সঙ্গে জমা দিতে হবে। ০৩। আবেদনপত্রে যে বিষয়গুলি থাকতে হবে: নাম, পিতার নাম, বয়স, মােবাইল নম্বরসহ বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও পাবলিকেশন তালিকা। ০৪। বাছাই তালিকাভূক্ত প্রার্থীকে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষার সময় সকল সনদের মূল কপি এবং একসেট ফটোকপি (সত্যায়িত করার প্রয়ােজন নাই) সংগে আনতে হবে। ০৫। খামের উপর পদের নাম উল্লেখপূর্বক, আবেদন পত্রের সংগে এক কপি পাসপাের্ট সাইজের ছবি এবং পে-অর্ডার, কুরিয়ার সার্ভিস কিংবা সরাসরি অধ্যক্ষের | দপ্তরে রক্ষিত বক্স-এ জমা দিতে হবে। পে-অর্ডার, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ-এর অনুকূলে হবে। ০৬। নিয়ােগ বিজ্ঞপ্তি সংশােধন/বাতিল এবং নিয়ােগের বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহন করার ক্ষমতা নিয়ােগ কমিটির সংরক্ষিত থাকবে ৮pur ০৭। আবেদন পত্র জমা শেষ তারিখঃ ১৫/১১/২০২০ খ্রিষ্টাব্দ (বেলা ০২:৩০ মিঃ পর্যন্ত)।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন

 

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে চাকরির সুযোগ

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১৪-১০-২০ইং

সৈয়দা তানিশা

সতর্কীকরণ নােটিশ

সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।

সম্পাদক


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।