সেনগ্রাম মােহাম্মদিয়া সালাফীয়া দাখিল মাদরাসা, ডাকঘর : দরবস্ত বাজার, উপজেলা : জৈন্তাপুর, জেলা: সিলেট এর জন্য এমপিও নীতিমালা ২০১৮-অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে একজন আয়া ও একজন নিরাপত্তা কর্মী নিয়ােগ দেওয়া হবে উপযুক্ত প্রার্থীদের বিধি মােতাবেক বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরাে) দিনের মধ্যে সুপার বরাবরে আবেদন পৌঁছাতে হবে- ০১৭১৫৭৪৪৪৫৬।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক জালালাবাদ ১৮-১০-২০ইং
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সম্পাদক
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।