চাকরির ডেস্ক
মঙ্গলবার, জুন ২৯, ২০২১
সর্বশেষ সরকারি বিধি মােতাবেক মাইজপাড়া দাখিল মাদ্রাসা ,ডাক: মৌলভীবাজার,উপজেলা ও জেলা মৌলভীবাজার এর জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশােধিত) অনুযায়ী নব সৃষ্ঠ পদে ১ (এক) জন সহকারি গ্রন্থাগারিক কাম ক্যাটালগার,এক জন আয়া ও এক জন নিরাপত্তা কর্মি নিয়ােগ করা হবে।
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরাে) দিনের মধ্যে গ্রন্থাগারিক পদের জন্য এক হাজার (১০০০/=) টাকা, আয়া ও নিরাপত্তা কর্মির জন্য পাচঁশত (৫০০/=) টাকা করে পােষ্টাল অর্ডার (অফেরতযােগ্য) ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ সুপার বরাবরে আবেদনের আহবান করা হলাে।
সুপার
সূত্র: দৈনিক জালালাবাদ ২৮ জুন ২০২১ইং
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
বিস্তারিত জানেত বিজ্ঞপ্তি দেখুন
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর