চাকরির ডেস্ক
বুধবার, আগস্ট ২৫, ২০২১
সিলেটের চাকরির খবর ডেস্ক
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ / সিলেটের চাকরির খবর
ইমাম ও খতিব পদে চাকরি দিচ্ছে হযরত শাহ মীর রহ. জামে মসজিদ
হযরত শাহ মীর রহ. জামে মসজিদের জন্য একজন খতিব ও ইমাম নিয়ােগ দেওয়া হবে। *হাফিজ মাওলানা (দাওরাকামিল ১ম বিভাগে পাশ হতে হবে)
বয়স কমপক্ষে ৩৫ বা তার উর্ধে হতে হবে *যােগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে *এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি *সদ্য তােলা ২ কপি পি পি সাইজের ফটো অতিরিক্ত কিছু থাকলে অগ্রাধিকার *আমল আখলাকের অধিকারী হতে হবে কণ্ঠ ভালাে হলে অগ্রাধিকার দেওয়া হবে *বিবাহিত হতে হবে।
আবেদনের শেষ তারিখ ৩০/৮/২০২১ খ্রিস্টাব্দ।
মােতওয়াল্লী
হযরত শাহ মীর শাহী ঈদগাহ জামে মসজিদ
শাহী ঈদগাহ সিলেট।
মােবাইল : 01711-191397
সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৫ আগষ্ট ২০২১ইং
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর