চাকরির ডেস্ক
সোমবার, আগস্ট ৩০, ২০২১
সিলেটের চাকরির খবর ডেস্ক
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ / সিলেটের চাকরির খবর
সিলেটের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান “ওয়েসিস হসপিটাল” এর জন্য নিম্নোক্ত পদসমূহে জরুরী ভিত্তিতে আকর্ষণীয় বেতনে স্মার্ট, দক্ষ ও অভিজ্ঞ লােক নিয়ােগ করা হবে।
আগ্রহী প্রার্থীগণ আগামী ০৫-০৯-২০২১ খ্রি. তারিখের মধ্যে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন এর ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি ও অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্রসহ মােবাইল নাম্বার উল্লেখপূর্বক “ব্যবস্থাপনা পরিচালক, ওয়েসিস হসপিটাল” বরাবর আবেদন করার জন্য অনুরােধ করা হচ্ছে। অনভিজ্ঞদের আবেদন করার প্রয়ােজন নেই।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে।
আবেদনপত্র ডাকযােগে/ সরাসরি জমা দেয়ার ঠিকানাঃ ওয়েসিস হসপিটাল সােবহানীঘাট, সিলেট।
হেল্পলাইন: ০১৬১১ ৯৯০০০০, ০১৭৬৩ ৯৯০০৫৫
ই-মেইল: oasishospitals@gmail.com
সূত্র: দৈনিক সিলেটের ডাক ৩০ আগষ্ট ২০২১ইং
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর