চাকরির ডেস্ক
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৯, ২০২১
সিলেটের চাকরির খবর ডেস্ক
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ / সিলেটের চাকরির খবর
দুবাগ আইডিয়াল একাডেমিতে চাকরির সুযোগ
দুবাগ আইডিয়াল একাডেমি (এমপিওভুক্ত), ডাকঘর-দুবাগ বাজার, উপজেলা-বিয়ানীবাজার, জেলা-সিলেটের জন্য বিদ্যালয় প্রদত্ত বেতনে প্রাথমিক শাখায় ০২ জন সহকারি শিক্ষিকা (স্নাতক পাস) জরুরী ভিত্তিতে নিয়ােগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/০৯/২০২১ খ্রি: রােজ বুধবার সকাল ১১.০০ ঘটিকার সময় প্রয়ােজনীয় কাগজপত্র, ছবি ও আবেদনপত্রসহ সরাসরি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে সাক্ষাৎকার বাের্ডে উপস্থিত থাকার জন্য অনুরােধ করা গেল।
প্রধান শিক্ষক
মােবাইল : ০১৭০৯ ২৪৬২৬৬
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৮ সেপ্টেম্বর ২০২১ইং
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর