চাকরির ডেস্ক
শুক্রবার, অক্টোবর ৮, ২০২১
সিলেটের চাকরির খবর ডেস্ক
চাকরি দিচ্ছে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা
ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর ও উপজেলা-ছাতক, সুনামগঞ্জ-এর জন্য জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ (সংশােধিত ২০২০) মােতাবেক (১) কম্পিউটার ল্যাব অপারেটর-কম্পিউটার / আইসিটিসহ বিজ্ঞান বিভাগে আলিম ] এইচ.এস.সি / সমমান অথবা বাকাশি বোর্ড হতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা / সমমান, (২) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-আলিম এইচ.এস.সি / সমমান (আরবী কম্পিউটার অপারেটিং-এ আবশ্যিকভাবে দক্ষতা থাকতে হবে।) (৩) গবেষণাগার / ল্যাব সহকারী-কম্পিউটার / আইসিটি বিষয়সহ বিজ্ঞান বিভাগে দাখিল / এস.এস.সি / সমমান, (৪) অফিস সহায়ক-জেডিসি/জেএসসি সমমান (৫) নিরাপত্তা কর্মী-জেডিসিজেএসসিসমমান (৬) আয়া-জেডিসি/জেএসসি/সমমান ১ জন করে আবশ্যক।
একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য নহে। ৫০০/- ব্যাংক ড্রাফট/ পােস্টাল অর্ডার ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ আবেদনের শেষ তারিখ : ২৪-১০-২০২১ ইং।
অধ্যক্ষ, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা
ডাকঘর ও উপজেলা-ছাতক, সুনামগঞ্জ।
মােবাইল : ০১৭১২৭৫১৪২৫
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৫ অক্টোবর ২০২১ইং
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর