চাকরির ডেস্ক
মঙ্গলবার, নভেম্বর ২, ২০২১
সিলেটের চাকরির খবর ডেস্ক
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
চাকরি দিচ্ছে আল-এমদাদ কলেজ
আল-এমদাদ কলেজ, চন্দরপুর, ডাকঘর : চন্দরপুর, উপজেলা : গােলাপগঞ্জ, জেলা : সিলেট-এর জন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামাে ও এম.পি.ও. নীতিমালা-২০২১ মােতাবেক অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর শূন্য পদে ০২ (দুই) জন, ল্যাব সহকারী (রসায়ন) ০১ (এক) জন, নিরাপত্তা কর্মী ০১ (এক) জন এবং পরিচ্ছন্নতা কর্মী ০১ (এক) জন নিয়ােগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যােগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি এবং ০৩ কপি ছবিসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবরে পৌছাতে হবে।
০১৭১৫-৮৬১০১৩
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ৩১ অক্টোবর ২০২১ইং
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ
করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী
থাকিবে না।
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সর্বশেষ চাকরির খবর