সিলেটের চাকরির খবর
চাকরির দিচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ
AKIJ FOOD & BEVERAGE LTD. আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস্ অফিসার (এস ও), নিয়ােগ করা হবে। সেলস অফিসার (এসও) কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
যােগ্যতাঃ নূন্যতম উচ্চ মাধ্যমিক/স্নাতক পাশ (স্নাতক পাশ অগ্রাধীকার দেওয়া হবে অভিজ্ঞতাঃ ০-২ বছরের বাস্তব অভিজ্ঞতা (এসও পদে অভিজ্ঞদের অগ্রাধীকার দেয়া হবে।
বয়সঃ ২২ থেকে ৩২ বছর (১৯/১১/২০২১ পর্যন্ত)। FMCG (ভােগ্য পণ্য) বিশেষতঃ জুস, কোমল পানি, দুগ্ধজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, চিপস্ ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
লক্ষ্য করুনঃ • প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ-এর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে ৩ দিন ব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন স্থানে কোম্পানীর নিয়ম অনুযায়ী পােস্টিং দেয়া হবে। * ফিল্ড ট্রেনিং চলাকালীন সময় থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে।
এ সময়ে কোম্পানী থেকে কোন প্রকার TA/DA প্রদান করা হবে না। আগ্রহী প্রার্থীদের বাংলায় বায়ােডাটা, দুই কপি রঙ্গিন পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগতযােগ্যতার মূল সনদপত্র ও ভােটার আইডি কার্ড এর ফটোকপিসহ পদবী অনুসারে ইন্টারভিউ-এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরােধ করা যাচ্ছে।
সতর্কীকরণ: নিয়ােগ প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না।
স্থান, তারিখ ও সময় মূল কাজ:১৯/১১/২০২১ (১০টা-২টা)। * রুট প্ল্যান অনুযায়ী কাজ করা।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ * দোকানদারদের কাছ থেকে পন্যের অর্ডার নেওয়া। স্নান ১৩/১/ক, পান্থপথ, ঢাকা * মাসিক সেলস্ রিপাের্ট তৈরী করা +৮৮০১৭ ৫৫৫১ ৬৪৮৯ * মাসিক সেলস্ লক্ষ্যমাত্রা অর্জন করা।বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১২ নভেম্বর ২০২১ইং
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।