মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

চাকরি দিচ্ছে সেবা পলি ক্লিনিক, সিলেট

ডেস্ক রিপোর্ট / ৩৮৮২২ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
মার্কেটিং অফিসার পদে চাকরি দিচ্ছে আজা এন্টারপ্রাইজ
মার্কেটিং অফিসার পদে চাকরি দিচ্ছে আজা এন্টারপ্রাইজ

সিলেটের চাকরির খবর

চাকরি দিচ্ছে সেবা পলি ক্লিনিক, সিলেট

সিলেটের মিরের ময়দানস্থ সেবা পলি ক্লিনিকে জরুরী ভিত্তিতে ২ জন রিসিপশনিষ্ট নিয়ােগ প্রদান করা হইবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৬-১১-২০২১ ইং তারিখের মধ্যে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হইল।
যােগ্যতা
(১) ন্যূনতম এইচ.এস.সি পাশ হইতে হইবে ।
(২) সম্মানিত বিশেষজ্ঞদের ইংরেজিতে লেখা প্রেসক্রিপশন বুঝা এবং রােগীর নাম ঠিকানা ইংরেজিতে লিখতে সক্ষম হইতে হইবে।
(৩) যে কোন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনষ্টিকে রিসিপশনিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার ও বাড়তি সুযেগি সুবিধা প্রদান করা হবে।

ম্যানেজার সেবা পলি ক্লিনিক ৭৪/এ অর্নব, মিরের ময়দান, সিলেট।

মােবাইল : ০১৭১১২৭১২৯৩

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৯ নভেম্বর ২০২১ইং

চাকরি দিচ্ছে সেবা পলি ক্লিনিক, সিলেট


এই বিভাগের আরো খবর