সিলেটের চাকরির খবর
সিলেটের মিরের ময়দানস্থ সেবা পলি ক্লিনিকে জরুরী ভিত্তিতে ২ জন রিসিপশনিষ্ট নিয়ােগ প্রদান করা হইবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৬-১১-২০২১ ইং তারিখের মধ্যে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হইল।
যােগ্যতা
(১) ন্যূনতম এইচ.এস.সি পাশ হইতে হইবে ।
(২) সম্মানিত বিশেষজ্ঞদের ইংরেজিতে লেখা প্রেসক্রিপশন বুঝা এবং রােগীর নাম ঠিকানা ইংরেজিতে লিখতে সক্ষম হইতে হইবে।
(৩) যে কোন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনষ্টিকে রিসিপশনিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার ও বাড়তি সুযেগি সুবিধা প্রদান করা হবে।
ম্যানেজার সেবা পলি ক্লিনিক ৭৪/এ অর্নব, মিরের ময়দান, সিলেট।
মােবাইল : ০১৭১১২৭১২৯৩
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৯ নভেম্বর ২০২১ইং